অবিরত আমি আহত
- ফয়েজ উল্লাহ রবি (দ্বিতীয়)

ভাবিনি এতো সহজে সীমানা আমার ছাড়িয়ে যাবে
‘ছিল না জানা প্রেম মানে বেদনা’
তাই তো বুঝি নীরবে কাঁদা; সুখ তুমি একা পাবে।

সুখের আশায় বেসেছি ভালো হৃদয় মন উজার করে
‘সে আশা আমার হলো নিরাশা’
ফিরেছি শূন্য বুকে শুধু স্মৃতি জমা রেখে মনের ঘরে।

আঁখি দু’টি ঝড়ছে বারি কান্নারা করে খেলা অবিরত
‘এই চেয়ে থাকা পথ থেমেছে রথ’
আমি এক প্রেমিক কঠিন পৃথিবীতে প্রেম যুদ্ধে আহত।

কুমিল্লা
২৪/১২/২০০০ ইং


০৮-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।