দহন
- ফয়েজ উল্লাহ রবি (দ্বিতীয়)
রূপের আগুনে তুমি পুরছিলে যখন
বুঝেছি আমার ভাগ্যে লিখা আছে সে দহন।
তুমি না হয় সুখের আগুনে পুড়লে
আমিতো দুঃখের আগুন শুধু পোহালাম ।
বসন্ত তোমার জীবনে ফুলে ফলে সাজাবে জানি
শ্রাবন না হয় আমায় ঝড়াবে নিরবধি চোখের পানি ।
এইটুকু ব্যবধান তোমার-আমার মাঝে
মাঝখানে কে যেন বাধ সাজে ।
সুখের পাখিরা বসবে তোমার ডালে
আমি না হয় হারিয়ে যাব অতিথি পাখিদের দলে ।
২৭.১১.২০০০ ইং
০৮-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।