ভাগ
- ফয়েজ উল্লাহ রবি (দ্বিতীয়)
দুঃখ আমার আমার থাকোক এসো না নিতে ভাগ
সুখ তোমার তোমার থাকুক করবো না তো রাগ।
আমি আর নইতো বোকা দেবে শুধু-শুধু ধোকা
চালাক আমি হয়ে গেছি নই আর এখন খোকা।
অনেক কেঁদেছি ভালবেসে তোমায় আগে
আরো কষ্ট দিতে তোমার ইচ্ছে কি জাগে।
আমি তো ছিলাম ভালো নিজের ঘরে জ্বেলে আলো
একেলা জীবন সুখের ভুবন তাতে তুমি দুঃখ ঢালো।
যে কাননে ছিলে তুমি মহা সুখে ছাড়লে কোন দুঃখে
তৃষ্ণায় গলা যায় শুকিয়ে যদিও এক সাগর জল বুকে।
তোমার মাঝে থাকো তুমি আমার হতে এসোনা
‘আমাকে আমার মতো থাকতে দাও’ ভালবেসো না।
২৪.০২.২০০১ ইং
০৮-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।