এক শিশি বিষ
- ফয়েজ উল্লাহ রবি (দ্বিতীয়)

এক শিশি বিষ দাও তুলে
তবু যাবোনা তোমায় ভুলে
মরণ তো আসার সেই আসবেই
পারবেনা কেউ ফেরাতে।
না হয় দুমোঠো মাটি না বা দিলে,
কপিনের পাশে অশ্রুসিক্ত নয়নে!
ফুল হাতে নাই বা এলে
তবু ঘৃণা করো না অভিমানে,
চলে যাওয়ার আগে একবার শুধু
একটি বার দেখা দিও মিছে ভালোবেসে ।
সুখিতো আমি হবোই শেষকৃত্বের আগে তোমায় দেখে ।
জীবনে তোমায় নাইবা পেলাম
শুধু ভালোবেসে গেলাম,
মরণেও সুখ যদি দেখি মুখ লুকিয়ে কাঁদছো আড়ালে।

১৪ মার্চ ২০০১ ইং


০৮-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।