বিপরীত
- ফয়েজ উল্লাহ রবি (দ্বিতীয়)

ভুলে যেতে চাও তাই ভুলে যাও
বাধা দেবো না,
চলে যেতে চাও তাই চলে যাও
স্মৃতি ভুলো না।
মানুষ মরে ছেড়ে যায় পৃথিবী
আত্মা মরে না,
প্রেমিক হারিয়ে যায় দূর দেশে
প্রেম হারায় না।
সুখের অপর পিঠে দুঃখের বাস
তা কি অজানা,
কান্নার শেষে হাসি ঠোঁটের কোণে
কেন মানোনা।

১১ এপ্রিল ২০০১


০৮-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।