পরান প্রিয়া
- ফয়েজ উল্লাহ রবি (দ্বিতীয়)
নয়নে নয়ন রেখে করোনি ভুল পরান প্রিয়া,
রাখবো তোমায় বুকে ধরে বলে যা বলুক দুনিয়া ।
এই জগতে তোমার মতো পাইনি তো আর খুঁজিয়া,
তোমায় মজে প্রেমে ডুবে রাখবো বুকে ধরিয়া ।
থাকো যদি পাশে তুমি যাই আমি সব ভুলে,
ডুবে তোমার প্রেম সাগরে মুগ্ধ ভাসি ফুলে ।
আকাশ-মাটি সাগর-নদী ফুল ফুটে না গাছে,
গায়না পাখি মধুর সুরে তুমি নেই যে পাশে ।
০৪.০৯.২০০০ ইং
০৯-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।