হৃদয়হীনা
- ফয়েজ উল্লাহ রবি (দ্বিতীয়)

মনে হয় তাঁরে আমি পাবো না, তাইতো মনে নেই কোন বেদনা
তাঁর মনেতে মনটা আমার মিশে হলো দেওয়ানা তবু মনে জাগে শুধু বাসনা ।
তাঁর জীবনে আমার জীবন বেঁধে পেলাম শুধু কান্না,
দুখের জলে ধুয়ে মুছে দুঃখ গুলো বইবে সুখের বন্যা।
মনটা আমার খুঁজে নিয়েছে অজানা কোনো ঠিকানা
পাবো না ফিরে যে আর; তবু মন ধরে আজিব বাহান ।
নিয়ে গেছে মনের আশা ভালোবাসা,
শূন্য করে বুকের ভেতর দিয়ে গেছে সর্বনাশা !
হৃদয়হীনা কষ্টের আগুনে পুড়ে শরীর, মনতো পুড়ে না ।

০৫ অক্টোবর ২০০০ ইং


০৯-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।