ভালোবাসা ভালোবাসি...
- ফয়েজ উল্লাহ রবি

ভালোবাসি এই কথাটি যদিই বলতে হয়?
এখানে প্রেম থাকেনা এইতো ভালোবাসা নয় ।
চেয়ে থেকে মুখের প্রাণে যদি না বুঝতে পারো
কতো তোমায় চাইলো যে সে না বুঝলে হবেনা কারো ।
মুখের কথা চোখের ভাষা দেখেই যেও বুঝে
বলার আগেই বুঝবে যখন নেবে তোমায় খোঁজে ।
বাসলে ভালো যারে তুমি বিশ্বাস রেখো অটুট
যায় না ভোলা কতোই আঘাত যতোই ব্যাঘাত ঘটুক ।

০৯ আগস্ট ২০২৩


১০-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।