সুখের জন্য লড়াই করে
- ফয়েজ উল্লাহ রবি
সুখের জন্য লড়াই করে হয় যে মানুষ বিশুদ্ধ
দুঃখের সাগর পাড়ি দিয়ে সুখের জীবন সমৃদ্ধ।
দুঃখের এই দিন কেটে গিয়ে আসবে সুখের দিন
আঁধার কালো জীবন পরে বাজবে সুখের বীণ ।
বাজবে যে গান সুখের ধ্বনি সাজবে ভূবন সুখে
আনন্দেরই বইবে বাতাস হাসবে ঠোঁটে মুখে ।
মুখের কথায় ধরবে বাজি ঘর ছাড়িতে রাজি
ভালোবাসার হাতে জীবন তারেই ভাবে গাজী ।
জিততে তুমি হারতে রাজি প্রিয়জনের কাছে
তার হাতে হাত দিয়ে জীবন কাটবে তারই সাথে ।
০৯ আগস্ট ২০২৩
১০-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।