ভালোবাসা ভালা নয়
- ফয়েজ উল্লাহ রবি (দ্বিতীয়)

ভালোবাসা ভালো নয় বলে সে আমার মন সে যে এক ছলনার সাগর !
এই জোয়ার-ভাটা কাছে-দূরে কখন আপন আবার হয়ে যায় সেই পর।
বাউল কইলে কথা লোকে বলে যে তা গান
চৈইতি হাওয়া বইলে পরে লাগে দোলা প্রাণ ।
আমি বলি ভালোবাসা ভালো তো নয়; সেই এক দুঃখেরই সাগর।
ফুটলে কুসুম আসবে ভ্রমর যদিও নাই মধু
বর্ষা কালে হাসবে নদী জলের জোয়ার শুধু ।
আমি বলি ভালোবাসা ভালো তো নয়; এই এক কান্নারই সাগর ।।

০৫,১০,২০০০ ইং


১০-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।