তোমার ছিলাম তোমার আছি
- ফয়েজ উল্লাহ রবি (দ্বিতীয়)
তোমার ছিলাম তোমার আছি তোমারই থাকবো,
জীবন দিয়ে ভালোবেসে তোমায় মনে রাখবো ।
দিনের শুরু তুমিতে যে রাতের শুরু তুমি,
শেষ অবধি থাকবো পাশে আজন্ম কাল আমি ।
ভাঙ্গবো তোমার নেশার ঘুম জাগাবো সকাল বেলা,
সারা দিনটা তোমার সুখের ছোঁয়ায় আনন্দ মেলা ।
চাইনা গাড়ী বাড়ী ধন সম্পদ টাকা কঁড়ি কঁড়ি,
তোমায় পেলে সুখের স্বর্গ ধরাতেই তুলি গড়ি ।
১৭,১০,২০০০ ইং
১০-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।