সুখ নিয়েছে ছুটি
- ফয়েজ উল্লাহ রবি (দ্বিতীয়)

নীরবে কখন জানি নয়ন নীড়ে বেঁধেছো বাসা !
কান্নারা ছুটি নিয়ে চলে গেলো রয়ে গেলো শুধুই ভালোবাসা ।
দেহে আছে শ্বাস; মনে আছে বিশ্বাস
তোমার কুলে বিড়াবো জীবন নৌকা দাও এইটুকু আশ্বাস !
দুঃখ গুলো দেখতে কেমন ?
কান্নারই বা রং কি ?
নীল যদি দুঃখের রং হয়; সাদা শান্তির-
গোলাপ লাল ভালোবাসার রং সুখের রং কি ?
'জীবন থেকে ছুটি নিয়েছে সুখ কান্নার সাথে' !
একাকী কাঁদি একান্তে......।

কুমিল্লা
১৯ অক্টোবর ২০০০ ইং


১০-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।