তুমি চলে গেলে
- ফয়েজ উল্লাহ রবি (দ্বিতীয়)

ফুলে-ফুলে সাজবে যখন তোমার চতুর দোলা
খবর দিও পাখির কাছে খোঁপা রেখো খোলা ।
ভাগ্য আমার নাইবা রইলো ভালোবাসার মধু
মুগ্ধ আমি তোমার প্রেমে তুমি একটা যাদু ।
স্বপ্ন-আশা ভালোবাসা দুখের জলে ধুয়ে
খাঁটি হলো প্রেম আমাদের আকাশ-বাতাস ছোঁয়ে ।

২৬ সেপ্টেম্বর ২০০০


১০-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।