তুমি নেই বলে
- ফয়েজ উল্লাহ রবি (দ্বিতীয়)
কবর তোমার সবুজ ঘাসে ছেয়ে গেছে মাটি,
এইতো সেই দিন চলে গেলে তেমনই আছে পাটি ।
শুধু প্রেমে ডুবে ছিলেম হৃদয় উজাড় করে,
শূন্য বুকে আগুন জ্বলে আসবে না আর ফিরে ।
এতো ব্যথা রাখবো কোথায় বিরহের দিন গুনে ?
ভুলে যেতে পারবো না যে; আসবে কি ফাগুনে ।
বেঁচে আছি দিব্যি আমি কষ্টের খাটে শোয়ে,
মৃত্যু আমায় ডাকবে যখন; চলে যাবো নোয়ে ।
১০ সেপ্টেম্বর ২০০০ ইং
১০-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।