একদিন পড়বে মনে
- ফয়েজ উল্লাহ রবি (দ্বিতীয়)
কোন একদিন পড়বে মনে যখন আমি থাকবো না
ভুলে গিয়ে স্মৃতি যতো মনে আর রাখবো না ।
ভুল বুঝে সেই চলে গেলে দিয়ে দুঃখের পাহাড়
কান্নারা আজ সাথী আমার অশ্রু জলের আহার ।
কী এমন আর ভুল করেছি দিচ্ছি বেশি মাসুল
তোমার চলে যাওয়াই ব্যথার ছোবল বুকেতে শূল ।
৩০ জানুয়ারি ১৯৯৯ ইং
১০-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।