ভেবো না জন্ম তোমার
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ভেবো না জন্ম তোমার এ ভবে কুক্ষণে,
হতে পারো শোভন তুমি সুবর্ণ্ কিরণে।
পদ্ম রূপে উথরোল তরঙ্গ-সরোবরে,
তুমিও ফুটতে পারো এই পৃথিবীর প্রান্তরে।
লুফে লও সেইসব ন্যায়নীতি আর্দশ ভূষণে,
অমরত্ত্বের অন্বেষণে-
তুমি হবে মৃত্যুঞ্জয়ী এ পৃথিবীর শোভা !
অন্ধার জগতে চির মুক্তির দীপ্ত- প্রভা
ভেবো না জন্ম তোমার এ ভবে কুক্ষণে,
লিখে যাও নাম আপন কর্মের পরশনে।
তুমি হও অধরা, নাহি হও মরিবারে,
চলে যাবে জানি তা তবু রও সংসারে।
জন্ম তোমার নশ্বর, হারিয়ে যাওয়া নহে,
কর্মে তুমি রবে যতদিন জলতরঙ্গ বহে।
ভেবো না জন্ম তোমার এ ভবে কুক্ষণে,
হতে পারো শোভন তুমি সুবর্ণ্ কিরণে।
-------------------------------------------

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ১০-০৮-২০২৩ ইং
*******************


১০-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।