যদি থাকে পবিত্র প্রেম
- মোঃ আমিনুল এহছান মোল্লা
পবিত্র প্রেম স্বর্গিয় পরশ রবির কিরণে,
সোনালী ঊষায় জাগে যা জীবন-মরণে।
পূর্ণি আলোয় সাজে অপরূপা সুহাসিনী,
ঠিক যেন শুভ্রতায় ফুটে প্রাণের যামিনী।
কোন মোহ কামনা লালসা কুসুম যৌবনে,
নগ্নতা খোঁজে নাকো র্নিলজ্জ সিন্ধর চরণে।
যেখানে প্রেম হৃদয়ের শিল্প,
যেখানে রচিত হয় স্বর্গিয় গল্প।
যদি থাকে পবিত্র প্রেম- সাধু শাস্ত্রে এ কাহিনী
শৈল্পিক রূপে জেগে উঠে স্বর্গিয় বাহিনী।
প্রাণে প্রাণে নিরন্তর সুখরূপ রবির কিরণে,
সংসার মাঝে সফেদ সফেন কলতানে।
প্রেম খোঁজে পাবে নোঙ্গর জীবনের কূলে,
আবার হারিয়েও যাবে অপবিত্রতার ভুলে।
পবিত্র প্রেম এক স্বর্গিয় স্বর্ণতরি !
সুখের ডানা মেলে হয় জগৎ ইশ্বরী।
--------------------------------------
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ১০-০৮-২০২৩ ইং
*******************
১০-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।