হে হীরু
- মোঃ আমিনুল এহছান মোল্লা

হে হীরু ! কে কবে তোরে বালানো হীরু ?
পরের জাহিরে আজ কেন তুই হলি জীরো !
কানে কানে মন্ত্র দিলো তোরে যেই জন,
বিপদে কোথায় সেই তোর আপজন ?
আপন বাহু বল জ্ঞান সে তোর শিরোপরি,
না জেনে না বুঝে গেলি ঘটকালি করি।
আজ তুই পথে ঘাটে মরি মরি
কেউ নেই তোর পাশে হাল ধরি।
লোভ কি অক্ষয় বিজয় রতন ?
অধরার পিছু ছুটে ছুটে আজ তোর পতন।
হে হীরু ! এ পৃথিবীর জটিল বেশ ভূষণ !
ক্ষণে ক্ষণে রঙ বদলায় নানান প্রহসন ।
আবেগের সংসারে বড় মলিন সূর্য্ কিরণ !
হে হীরু !মরুভূমে যেমন জলশুন্য প্রাণ ।
-------------------------------------

- মোঃ আমিনুল এহছান মোল্লা
- তারিখঃ ১১-৮-২০২৩ ইং
*************************


১১-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।