প্রবণতা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

তুমুল তরঙ্গের প্রবণতা শান্ত নদের তীরে,
দু’কূল ভেঙ্গে যায় অমানিশায় ধীরে ধীরে,
জলের বুকে জেগে উঠে ধুঁ ধূ বালুচর,
তবু সে বুঝে না রাহু গ্রাসে প্রাণ মরমর।
বুক ভাসা অশ্রু বিন্দু, অঙ্গ পরশন করি,
ব্যাদনার দিতেছে বহি আপন অনল পুড়ি।
কর্তৃত্তের প্রবণতা যেন সুখের গর্দানে বসি,
দুঃখের জল দিতেছে খসি
রাজ্যের শুভ্র শশী !
সুখ কাঁদে নিভৃতে ঝরঝরে ঝরি,
ভেঙে যায় সংসার রসানলে পড়ি।
কর্তৃত্তের প্রবণতায় রাজ্যের রাজা- রাণী,
মসনদে ডেকে আনে স্বৈরাচারের বাণী।
------------------------------------------

মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ১১-৮-২০২৩ ইং
*************************


১১-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।