টিকটক মঞ্চে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

টিকটক পিঞ্জরে কে যেন উড়িছে বিস্মরে,
প্রযুক্তির অশনি ধ্বনি শুনি বেতাল বেসুরে !
তরঙ্গ যৌবনে তুই রে কুঞ্জ বিহারি -বিহঙ্গ,
কি রঙে ঢংগে সংগীত গাইছিস উলঙ্গে !
নিষিদ্ধ উরু বাহুর সঙ্গে
গুপ্ত অ্ঙ্গে অঙ্গে—
মন তোর বড় উথরোল তা বুঝতে না পারি,
টিকটকে যা ভেসে উঠে নির্লজ্জ ডানা পরি।
এ এক নষ্ট তরঙ্গে মেশা প্রযুক্তির ঢেউ,
যেথায় ডুবে আছে সোনালী স্বপ্ন,
তাতো জানে না কেউ—
টিকটক মঞ্চে যুবক-যুবতীর দৃশ্যমান সুরসুরি
প্রজন্ম ধ্বংসের মিস্তিরি, অযূত নয়নের বারি।
মুক্তির গীত ধ্বনি, অজ্ঞাতে বিচারি,
প্রযুক্তির ঢেউ ভীষণ উথলে টিকটকে ধরি
ভবিষ্যৎ প্রজন্ম যেতেছে ঝরি ঝরি-মরি মরি!
--------------------------------------------


মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১১-৮-২০২৩ ইং
*************************


১১-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।