প্রযুক্তির খোলা জানালা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
ধিক ধিক শত ধিক ওইসব পথভ্রষ্ট প্রাণ,
নিজ দুষ্টে দুষ্ট হয়ে প্রযুক্তিরে করে অপমান।
প্রযুক্তি এক খোলা জানালা এই ভুবনে,
যে চিনেছে শুভ্র আলো সে তার আপনে।
প্রযুক্তির খোলা জানালায় কলঙ্ক সে জন,
দিবা নিশি ম্যাসেঞ্জারে যে করে নগ্ন আলাপন।
যে খোঁজে জ্ঞানের আলো মুক্তির বরষণে
প্রযুক্তির খোলা জানালা তার প্রিয় অঙ্গনে।
বিকশে কুসুম যদি প্রাণের কাননে
প্রযুক্তি হবে মুক্তির ফুল বিশ্ব-ভুবনে।
পথভ্রষ্ট চালক তুমি পৌঁছবে কেমনে ?
পরিশুদ্ধ প্রাণ খুলে দাও প্রযুক্তির সামনে।
পবিত্র চেতনা জাগিয়ে দাও ডাল পালে,
আপন দুষ্টে মাগো প্রযুক্তি পুড়ে- জ্বলে।
প্রযুক্তি এক খোলা জানালা এই ভুবনে,
যে চিনেছে শুভ্র আলো সে তার আপনে।
---------------------------------------
মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১১-৮-২০২৩ ইং
*************************
১১-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।