বর্ষা বৃষ্টির দিনে
- মোঃ মুসা ২০-০৫-২০২৪

বৃষ্টি ঠেকায় ঘরের চালা
দৃষ্টি ঠেকায় দেয়াল,
ঘনঘটা বর্ষার মাঝে
তোমার দিকে খেয়াল


ভেজা ভেজা কলমি লতা
রোদের বড় অভাব,
সব কিছুতে তোমায় দেখা
আমার বড় স্বভাব।


মেঘের ঘটা বন্ধ দুয়ার
ওই জানালা খোলা,
ঠাণ্ডা বাতাস শরীর জুড়ে
আকাশ মেঘে ঘোলা।


বৃষ্টি আসে বৃষ্টি আসে
মাঠে ঘাটে গাঁয়,
চলছে যেন জলের খেলা
পথে হায়রে হায়।


মাঠে ঘাটে ওই উঠুনে
আকাশ থেকে বোনা,
হঠাৎ হঠাৎ মেঘের থমক
চলছে আনাগোনা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
১২-০৮-২০২৩ ১০:৫১ মিঃ

সুন্দর রচনা