বর্ষায়
- মোঃ মুসা ২০-০৫-২০২৪

দিনভর রাতভর ঘনঘটা বরষায় ,
চলা নাই ফেরা নাই! নাই কিছু ফর্সায়।
মাঠে নাই ঘাটে নাই কিছু নাই খেয়ালে,
সারাদিন থৈ থৈ পথ ঘাট বেহালে।
ঘুম ঘুম সারাদিন ভোর হয় দুপুরে,
থুম থুম জল ভরে সারাক্ষণ পুকুরে।


পুঁটি মাছ ঝাঁকে ঝাঁক পোনা ছাড়ে বিলে
দেখা নাই বহুদিন আকাশটা নীলে......।
মেঘ ডাকা গুম গুম কাঁপা কাঁপি মুখে,
জানালায় গান ধরে একা একা সুখে।


রাত ভরে জল ঝরে ফুটো হয়ে আকাশে,
ভোর বেলা সন্ধ্যার রং ধরে ফ্যাকাসে।
টুপটাপ টুপটাপ বাদলের দিনে,
ভেজা ভেজা লতা পাতা নাও হতে চিনে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।