ইন্টারনেট পিঞ্জরে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

প্রেম যত ঘুরে ফিরে ইন্টারনেট পিঞ্জরে,
তরঙ্গ নাচে দোলে ইথারের নীরে নীরে।
অকৃত্রিম হৃদয় এখন সুচারু হাসিনি,
পুলকের শিহরণে প্রেমিকার যামিনী।
নগ্নতার কলকলে বয়ে চলে প্রবাহিণী
ধর্ষণের জল ঝরায় প্রণয়ের কামিনি ।
যুগল বন্ধনে শয্যার মন্দিরে
প্রেম যত ঘুরে ফিরে ইন্টারনেট পিঞ্জরে,
ভালবাসা নাইকো হৃদয় কারাগারে
কত গোপন কথা কত পর্ণ্গ্রাফি নিশীথ ম্যাসেঞ্জারে
প্রণয়ের ঝড় তুলে
নিষিদ্ধ প্রেমের ব্যাকুলে !
আজিকার প্রেমিক-প্রেমিকা মিথ্যের ছলে ছলে
দিবা- যামী ঘুরে ফিরে ইন্টারনেট পিঞ্জরে ।
--------------------------------------------


মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১২-৮-২০২৩ ইং
*************************


১২-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।