ক্রাশের ত্রাসে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ক্রাশের বিভায় পূর্ণ্ ভুবন, ক্রাশেই প্রেমের খেলা,
ভাঙ্গা হৃদয় চমকে উঠে প্রেমের নব ভেলা।
নবীন রূপে ক্রাশের হাওয়া লাগছে হৃদয়মণি,
চৌদিকে আজ ক্রাশের তরে প্রেমের জগৎখানি।
ক্রাশ হাওয়ায় বৃষ্টিধারা মকুল পাপড়ি মেলে
আই লাভ ইউ বলে ফেলে লাজ সরম ভুলে।
ক্রাশ খাওয়া নব কৌশল নব সে ফুল,
তারই প্রেমে ছুটছে জগৎ হারায়ে নদীর কূল।
অঙ্গে অঙ্গে ঢেউ উঠেছে ক্রাশের কালো জলে
ভন্ডামীর এক নব ফাঁদ লোকে তাই বলে।
প্রেমে যে আজ সেই আলো,
ক্রাশের ত্রাসে ভুবন কালো ।
ক্রাশের নামে রঙ্গ লীলা অথৈ গভীর তলে,
হৃদয় হৃদয়ের চাষাবাদে প্রেমের মুক্তা ফলে।
----------------------------------------------

মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১২-৮-২০২৩ ইং
*************************


১২-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।