আমি তোমার সন্তান
- মোঃ আমিনুল এহছান মোল্লা
পতাকা জড়ায়ে গায়ে যোদ্ধা বলে আসি;
মাগো তোমারে কত ভালোবাসি !
আমি তোমার ভালবাসার ধন, জননী শুধায়
কে তোমার বুকে রক্ত ঝরায়,
বিদ্রোহের অঙ্গুলি প্রসারিয়া দেখায় ?
এই দেখ আমি তোমারে ভালোবাসি কতখানি!
এর অসীম সীমানা মাগো আমি শুধু জানি !
যতক্ষণ স্পন্দন তুলে আমার এ বুকে
নহে গো তার পরে-
আমি মুক্তি যোদ্ধা এর বেশী পরি না বলতে
আমি তোমার সন্তান,
আমি পারি তোমার বুকে মরতে-হাসতে হাসতে
----------------------------------------
মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১২-৮-২০২৩ ইং
*************************
১২-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।