এই হৃদয় ছুঁয়ে গেছে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
এই হৃদয় ছুঁয়ে গেছে, এখনো লাগে ব্যাথা,
অনুভবের স্মৃতি পটে কত চরনে কত কথা।
এই হৃদয় ছুঁয়ে গেছে, ঢুকে ঢুকে চারিদিকে,
এখনো তরঙ্গ তুলে সফেদ সফেন এই বুকে।
এই হৃদয় ছুঁয়ে গেছে, শাখে শাখে ফুটে ফুল,
অস্থি মজ্জায় নাড়া দেয় এখনো বিপুল-ব্যাকুল।
এই হৃদয় ছুঁয়ে গেছে, চুপি চুপি গেয়ে গান,
এখনো শিরা উপশিরা কাঁপে সেই গুন গুন তান।
এই হৃদয় ছুঁয়ে গেছে, প্রেম নদীর কূলে কূলে
বলে গেছে সেই কথা, যা এখনো যায়নি ভুলে।
এই হৃদয় ছুঁয়ে গেছে, ভালবাসার কোলাহলে
এখনো তুমি সেই আগের মতই হৃদয় মূলে।
কোথায় যাবে চলে, কে আমারে বলে দেয় ?
কে দিবে হৃদয়ে দোলা, কে তোমারে তুলে নেয়?
তুমি তো মনে কথা, তুমি ছাড়া ভাবিনাতো কিছু !
এই হৃদয় এঁকেছে যে মুখ,কি করে ছাড়ি তার পিছু ?
-----------------------------------------
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ১০-০৮-২০২৩ ইং
*******************
১৩-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।