শান্তিবাস
- ফয়েজ উল্লাহ রবি

ভেবে-ভেবে করলে জীবন যে পাড় পায়নি ঠিকানা
বাউন্ডুলে কাটলে তুমি পাবেনা তো মোহনা ।
যাযাবর-ই সারা জীবন কোথাও কি আর থামলেনা
আপন বলে ছিলো যারা তাদের হাত আর ধরলেনা ।
পিছে রেখে চলছো বেঁকে ঠাঁই যে আর পাবেনা
বেলাশেষে একলা বেশে কেউ আর হাত ধরবেনা।
চলো সাথী জীবন বাতি জ্বালাই এক সাথে
সুখের নায়ে শান্তির গায়ে বালাই দূর পাতে ।
সুখ দিয়ে আজ ভরে দেবো দুঃখ ভরা জীবন
হাসি-খুশি শান্তিবাসে কাটবে সুখের জনম ।



দাম্মাম, সৌদিআরব
২৯ শ্রাবণ ১৪৩০, ১৩ আগস্ট ২০২৩


১৪-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।