কেউ ভুলের উর্ধ্বে নয়
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কেউ ভুলের উর্ধ্বে নয়,জীবনের গ্রন্থিতে,
কত পাপের চিহ্ন এখনো লভিতে !
বিপুল গতিতে ছুটে কত মানুষের পাপাচার,
কত ভুল নিত্য ঘটে জীবনের সমাহার।
কত জন ক্ষমাশীল হই অন্তরে ?
শুধু ভুল ধরতে অঙ্গুলি তুলি হিমাদ্রি শিয়রে।
শাস্তি দেওয়ার নিমিত্তে স্থির নেত্রে চাই,
ভুল না শুধরে অপমান অপদস্ত করে যাই
হিংসায় জ্বলে প্রাণ তব নিঘাত-তপন,
জুলুমের অনল জ্বলে উঠে শুস্ক কাশবন।
অবিচারে দিকে দিকে সুপ্ত রশ্মি শিখা,
প্রতিহিংসায় জেগে উঠে সুবর্ণ-কণিকা
কেউ ভুলের উর্ধ্বে নয়
শুধু ক্ষমাটাই অপূর্ণ্ রয় ।
প্রতিশোধের দাবানল মানুষের প্রাণে প্রাণে,
মানুষের মানবাতার আর নেই ভুবনে।
---------------------------------------------
মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৪-৮-২০২৩ ইং
*************************
১৫-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।