নরক ছায়া
- মোঃ আমিনুল এহছান মোল্লা
স্বর্গিয় কাননে যেন নরকের ভাষা,
হৃদয় ছেড়ে নিরুদ্দেশ স্বামী-স্ত্রীর ভালোবাসা।
বিচ্ছেদের গান যেন বাজে প্রেমের বাসরে,
নরকের অনল দহন যেন স্বর্গিয় শিয়রে।
দু’টি প্রাণ না হয় অধর সংগমে
দুর হতে দুরে যায় ধর্মিয় নিয়মে
কিন্ত যে ফুল ফুটেছে শাখে শাখে
ওদের কি হবে এই পৃথিবীর বাঁকে বাঁকে ?
ওদের কি ছিল অপরাধ ?
কেন পথ হারা পথিক তোমাদের সংঘাত !
একটু ভেবে দেখতো
তোমাদের এই রক্ত যে অস্তিমজ্জায় প্রবাহিত
আজ ওরা কত বড় অসহায়
স্বর্গিয় পৃথিবীর নরক ছায়ায়।
কত অশ্রু ঝরে অঝোরে-
তোমরা দু’জনা কি বুঝনা পরস্পরে ?
-----------------------------------
মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৪-৮-২০২৩ ইং
*************************
১৫-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।