সভ্যতার বুকে এখন দীর্ঘশ্বাস
- মোঃ আমিনুল এহছান মোল্লা
আধুনিকতার দোহাই দিয়ে যেদিন ধরণী,
আবরন দিয়েছে খুলে যৌবনা- রমণী !
সেদিন হতে
নারী-নর নির্লজ্জ সংঘাতে !
এখন তাকিয়ে দেখি ন্যংটা কুকুরও হাসে
চলে গেছে প্রেম ভালবাসা রজনীর আকাশে।
ধর্ষণের মণিহার
এখন চারিদিকে সমাচার !
হাজার অপমান অপদস্তে ধর্ষকের চাহনী
ধর্ষিতা তুমি তা দেখনি, তা হিসেব করনি ।
যে ফুল লুকানো ছিল ধরনীর তটে,
তুমি খুলে দিলে কীট পতঙ্গের পথে-ঘাটে।
ভ্রান্ত নেশায় তুমি উড়ছো দূষিত বাতাসে
আবরন যে খুলেগেছে নগ্ন ত্রাসে এাসে-
সভ্যতার বুকে এখন দীর্ঘশ্বাস!
নর-নারীতে -বিভেদ -বিচ্ছেদ -অবিশ্বাস।
-------------------------------------
মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৪-৮-২০২৩ ইং
*************************
১৫-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।