যৌবনের ফুল
- মোঃ আমিনুল এহছান মোল্লা

বড়ই বেপরোয়া তুমি ভাবি যারে সম্মানে,
কারে দেখাও এ রূপ লাবণ্য ভুবনে !
ফুলের ভাষা, পড়িছে শয়তানে আগে
চুপি চুপি এসে, কত দিন রাত জাগে
রূপ লাবণ্য ঘেরি, কত ব্যথা লাগে
যখন উথলি উঠে যৌবনের ভাষা রাগে !
কারে দেখাও রূপ লাবণ্যের ফুল - কাননে
কি তোমার গুপ্ত ধন, জাগে কেন ভূষণে?
এতো শুধু আপনের আদর -সোহাগ -প্রণয়ে,
কারে দেখাও সাগর নদী ফুল- নির্ভয়ে ?
নগ্ন যৌবনের ভাষা,
এ এক সর্বনাশা !
ওঁত পেতে আছে কীত পতঙ্গের দলে,
এখনি ফিরে যাও তোমারই নিবাস স্থলে।
ঢেকে রাখ- জল হউক শরতের নদী
কারে দেখাও যৌবনের ফুলগুলো নিরবধি ?
--------------------------------------

মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৫-৮-২০২৩ ইং
*************************


১৫-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।