আতরঙ্গী...
- ফয়েজ উল্লাহ রবি

যাকে তুমি দেখাও যে ভয় কেড়ে নেবে সব
সব হারিয়ে আগে থেকেই করছে কলরব ।
যার কিছুই নেই সব হারিয়ে আগেই সর্বস্বান্ত
কীসে তারে হারাবে যে ধারনা সব ভ্রান্ত ।
ভ্রান্তি তোমার ভাঙ্গবে যখন তুমিই তখন নিঃস্ব
'খাল কেটে যে আনবে কুমির' হাসবে সারাবিশ্ব ।
বিশ্ব মাঝে তুমিই একা হবেনা কেউ সঙ্গী
আসা-যাওয়ার এই খেলাতে একাই যে আতরঙ্গী ।


১৫-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২২-০৮-২০২৩ ১৩:২৮ মিঃ

অনবদ্য ভাবনা।