ডাকছো কাকে ?
- মোঃ আমিনুল এহছান মোল্লা

এতো রূপ সজ্জা করে ডাকছো কাকে ?
কত নাম, কত জন তোমার ভূলোকে !
এতো হেলে দুলে কাকে দেও ইশারা ?
কাকে খুলে দেও গুপ্ত ধন অধিকার ছাড়া ?
কীত পতঙ্গতো আসে ফুলের সুবাসে
মধুতো চুষে নেয় বিষাক্ত শূলেরা হরষে!
পাঁপড়িতো ঝরে যায়
নদীর জলতো শুকিয়ে যায়
বুক হয় চৌচির বালুকার উদ্যানে-
এতো রূপ সজ্জা কার আয়োজনে ?
এই যৌবন তরঙ্গ কাকে দেয় সাড়া ?
বলতো কে দিবে তোমারকে পাহারা ?
তুমি এক বাধহীন স্রোতনী নদী
রূপ যৌবন ধসে যাবে লুকাও না যদি।
এতো রূপ সজ্জা করে ডাকছো কাকে ?
কত নাম, কত জন তোমার ভূলোকে !
--------------------------------------

মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৫-৮-২০২৩ ইং
*************************


১৫-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।