আসবে না আর ফিরে
- ফয়েজ উল্লাহ রবি
যায় না মানা চলে যাওয়া মনেতে আগুন জ্বলে
স্মৃতি তোমার মনের কোণে ভিড় করে দলে-দলে ।
এতো ভালোবেসে ছিলাম দেইনি কভু ফাঁকি
উজার করে সব দিয়েছি রয়নি মনে বাকী ।
বাকী যা ছিলো কথা সেই যে যায়নিতো আর বলা
যে কতোদিন সাথে ছিলাম হয়নিতো আর পথ চলা।
তোমার পথের হাতটি ধরে চলে গেছো দূরে
আর হবে না দেখা কভু আসবে না আর ফিরে।
৩১ শ্রাবণ ১৪৩০, ১৫ আগস্ট ২০২৩
১৫-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।