সুখ নামের ঐ পাখি
- ফয়েজ উল্লাহ রবি (দ্বিতীয়)

দুঃখের খেলায় চলে জগৎ পালায় সুখ নামের ঐ পাখি,
আঁধার ঢাকে আকাশ মাঝে থাকে আলো আসার বাকী।
সবাই যখন ডুবে থাকে লোভ লালসার জলে,
আমি তখন ফেরি করি দুঃখ সুখের ছলে।

০৯/১০/২০১৭


১৬-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।