সুন্দরকেই ভালোবাসি
- ফয়েজ উল্লাহ রবি (দ্বিতীয়)
মন যে আমার কোমল অতি অল্পতে যায় মেনে
বোঝ মানে সে ক্ষমতা তার, আমার কতো জেনে।
মনের মাঝে ভাবনা আসে কতো-শত নানা রঙ্গের,
প্রেম যমুনায় ভাসে সেজন সুখে থাকলে কেউ তার সঙ্গের।
সুন্দররেই যে ভাসি ভালো যদিও তার রংটা কালো
সেইতো জ্বালবে আলোয় আলো যতোই তুমি আবেগ ঢালো।
০৯/১০/২০১৭
১৬-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।