এর নামই ভালোবাসা
- ফয়েজ উল্লাহ রবি (দ্বিতীয়)
*
ভালো লাগায় জন্ম নেয় ভালোবাসা
সত্য-মিথ্যে মিলেই জীবন-
দেখা-শোনা, চেনা-জানা কাছে আসা।
এর নামই ভালোবাসা।
*
নির্মলা সে মনের কথা যান না শোনে কোন
ভুলে থাকে দূরে-দূরে অপরিচিত যেন।
তারে আমি কাছে টানি সে যায় যে দূরে সরে
আশায় থাকি ভরসা রাখি আসবে একদিন ফিরে।
২৭/০৯/২০১৭
১৬-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।