ভাগ্যফলে...
- ফয়েজ উল্লাহ রবি (দ্বিতীয়)

এগিয়ে যাওয়াই লক্ষ্য যখন হয়ে যায় ঠিক,
বসে থেকে অলসতায়, কাটে সময় টিক-টিক।
সময় সে বড্ড বড় বেরসিক থামেনা কোন দিন,
হারিয়ে তারে কাঁদে মানুষ বাড়ায় জীবনের ঋণ।
ঋণের বোঝা বয়ে বেড়ায় একা কিংবা দলে-দলে
তবু মানুষ সুখি, সুখে থাকে যে যার ভাগ্য ফলে।

০৭/১০/২০১৭


১৬-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।