শীল অশ্লীল বলে কিছু নাই
- ফাইয়াজ ইসলাম ফাহিম
শীল অশ্লীল বলে কিছু নাই ভাই
মানুষ তার রুচির দাস তাই,
যারা শীল তারাই রাতে অশ্লীল
যারা বোরকা পড়ে শীল হয়
রাতে তারাই অশ্লীল ভয়।
যারা টুপি পড়ে
দিনে সাজে দরবেশ,
রাতে তারাই বউ নিয়ে খেলে
ঠাপ ঠাপ বেশ!
শীল - অশ্লীল নিয়ে
কেন এ্যাত্ত উত্তাপ!
দিনে শীল রাতে অশ্লীল হয়ে
যৌবন খেলা খেলে করছি না পাপ?
১৬-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।