মনের খোঁজে...
- ফয়েজ উল্লাহ রবি (দ্বিতীয়)
মন খোঁজে তার মনেরই সুখ চোখ খোঁজে যে ঘুম,
মুখ খোঁজে তার সুখের ভাষা চলছে দুঃখের ধুম।
মনোরম এই দেখার চোখে যা দেখে তাই বলে,
মনের কথা শুনেই তবে সঠিক পথে চলে।
মন যদি কয় ইহা সুন্দর বিবেক কভু হয় ভুল,
ঘ্রাণ দেয়া সব হয়না মিষ্টি ফাল্গুন মধুর ফুল।
দেখার ইচ্ছেই দেখে সবাই কোনটা সাদা-কালো,
মন্দ যতোই হউক না বড় পালায় আসলে আলো।
০৬/১১/২০১৭
১৬-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।