প্রেম...
- ফয়েজ উল্লাহ রবি (দ্বিতীয়)

কারো-কারো জীবনে প্রেম আপেক্ষিক একটি শব্দ মাত্র
কেউ গড়ে তাজমহল,
ইতিহাসে হাজার উদাহরণ এই প্রেমই রাষ্ট্র গড়ে
আবার ধ্বংস হয় ট্রয় ।
প্রেম যতোটা মধুর ঠিক ততোটাই বেদনা বিধুর
হাহাকার ভরা অন্তর পরম সুখের নীড়
তাই প্রেম নয়তো অবজ্ঞা করার কিছু
সত্যিই জীবনে একবার খাঁটি প্রেমে নেবে পিছু ।

০৮/১১/২০১৭


১৬-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।