প্রেম-দুই
- ফয়েজ উল্লাহ রবি (দ্বিতীয়)
*
প্রেম মধুর একটি শব্দ দুঃখই করে নেয় তা জব্দ ।
তবু মানুষ সুখের খুঁজে সুখ-দুঃখ প্রেমকেই বুঝে ।
*
হাজার রঙের আল্পনাতে খুঁজে প্রিয় আকাশ মাঝে
প্রেম সুখতে মন নাচে যে দিবা-নিশি সকাল সাঁঝে ।
*
মন এতোই কোমল দেখেনা সাদা-কালো
হাজার মন্দের ভিড়ে সব দেখে সে ভালো ।
আঁধার রাতে সব চেয়ে চুপে জ্বানে আলো
ভুলে সে নিজের কথা অন্যের তরে ঢালো।
০৮/১১/২০১৭
১৬-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।