প্রেম-পাঁচ
- ফয়েজ উল্লাহ রবি (দ্বিতীয়)

বিরহে কাঁদবে যে মন খুঁজে আপন জন,
একটু সুখের আশায় দুঃখের হয়যে আসন।

সুখের গাঁথা মনের কোণে জাগরন,
দেখতে নারি ভীষণ কষ্টের আভরন।

মন ছুঁয়ে যায় সুখের কথায় দুঃখের কথায় কান্না,
কতোই দুঃখি হতে পারে দুঃখতো আর সয় না ।

০৮/১১/২০১৭


১৬-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।