মা গো তুই করিসনা বারণ
- মুহাম্মাদ শরিফ হোসাইন
আমি ছিঁড়ে যাই খাতার পাতা
করে যাই খেলা সারাবেলা
বয়ে যাই স্রোতঃসি গোমতীর জলে।
বর্ষার বাহির হাঁকছে ঐ
এই ক্ষণে আজ হারাই চল
চল-চল...চলাৎ-চলাৎ..
মা গো তুই করিসনা বারণ আর কোন কারনে।
আকাশে ঘুড়ি উড়ে যায়
শূন্যে শূন্যে উড়ে উড়ে ছুটে ছুটে..
নাটাই তুই ছুঁড়িস নে মা।
বাবুই পাখী বলছে আমায় গড়ে যা
নব নব গড়ে গড়ে যা..
তুই আর আমায় ঘরে ডাকিসনে মা।
ও মা...মা গো মা,তুই করিসনা বারণ আর কোন কারনে
মা গো তুই করিসনা বারণ আর কোন কারনে।
পাতালের পিঁপড়ে আহার টেনে যায়
টেনে টেনে দলে দলে..
শ্যামল পেঁপে মুকুলেই দেখ বাড়ছে কেমন!
ভাবে না সে বেঁড়েই হবে বিলীনের কারন।
জোনাক পোকা শিখায় আমায় আলো দিয়ে যা..
আলো...নিভু-আলো...পুঞ্জে...পুঞ্জে বিলিয়ে যা
বুলিয়ে গেলাম দীপ্তি সব তোর হৃদয়ে।
মাগো তুই সরাইস না চরণ।
আমি ছিটিয়ে যাবো আলোকপুঞ্জ সব কুঞ্জে-কুঞ্জে
মা গো তুই করিসনা বারণ আর কোন কারনে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।