প্রেম-বারো
- ফয়েজ উল্লাহ রবি (দ্বিতীয়)

যে পথে সুখের ঠিকানা খুঁজেছি দু'জনে,
সে পথ আজো বিস্তর মজেছি কূজনে ।
যে আকাশ নীলে নীল মেলেছি পাখা,
নদীর জল বয়ে যায় আজো সে বাঁকা ।
যে সুখে ধরেছি তোমার হাত কেটেছে কতো রাত,
হাসি ঠাট্টায় কখনো বা নীরব একা; নয় কারো সাথ।

০৫/০৬/২০১৮


১৬-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।