সতের শত
- ফয়েজ উল্লাহ রবি

মনে করো তিনশত বছর পর, খোঁজে পেলাম ঘর
যেমন করে আগে ছিলাম, কেমন করে এখানে এলাম
সব হিসেব ভুলে করবে কি তখন?
কতো জন্মের ইতিহাস, কতো স্বপ্ন ভাঙ্গা
একই আকাশ ঐ নীলে, সাগর নদী জল
কেউ রাখেনি মনে তোমায় ভাবছি আমি তয়
কেমন হবে দেখা হলে- ভিন্ন শতাব্দী অভিন্ন পৃথিবী!
হয়তো একই মাটির ঘরে বসত হয়নি/হবেনা দেখা কভু?
কেটে যাবে এমন করেই আরো কোটি শতাব্দী
মনে করো যদি আবার দেখা
তেইশ শত তেইশ
যেমন শেষ দেখা সতের শত তেইশ।

১৭ আগস্ট ২০২৩


১৭-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।