পিতার ছায়া
- মোঃ আমিনুল এহছান মোল্লা
পিতার ছায়া সন্তানেরে দিয়েছে হিমরাশি,
তুমুল ঝড় তুফানে স্বর্গ্ হতে আসি।
সুখ খুঁজে নাই কভূ যৌবনের দিবাকর,
শিয়রে জ্বালিয়েছে প্রদীপ অন্ধকার !
রক্ত ঝরা ঘাম তবু মুখে ফুটেছে হাসি
কখনো দেয়নি ফিরিয়ে, কখনো না বলেনি
শুধু গিয়েছে অপার স্নেহ ভালোবাসি !
বুকে আগলে রেখেছে বট বৃক্ষের মত
অতুল্য পাঞ্জেরী হয়েছে চির সতত !
এ ঋণ কভূ শোধাবার নয় -এ জীবন মম,
দু’হাত তুলে ফরিয়াদ করি আরশে আযীম
রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানী সগীরা
হে প্রভূ করুণার রহমে হাশরে দিও সাড়া।
যেমনি করে পিতা দিয়েছে বিনিদ্র পাহারা ।
পিতা এক অমূল রতন, শ্রদ্ধেয় সিংহাসন !
সন্তান পারে না কভূ শোধে দিতে প্রতিদান।
--------------------------------------------
মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৭-৮-২০২৩ ইং
*************************
১৮-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।