মানুষ নিজেকে বুঝেনি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কেন- কেন এতো অবক্ষয়ের উৎসব ?
কেন ঘুনে ধরা অজ্জি মজ্জা নয়ন পল্লব !
কেউ কি পেরেছে এই নব ধারা অনুভব ?
অসহ্য কি অশুভ বর্তমান !
চৌদিকে প্রাণে প্রাণে অসভ্যতার আহ্বান ।
এ কি পরাজয় ! কই কোথায় সভ্যতার দল,
সাধুতার সাগরে সেই অসাধুতার হিল্লোল !
নৈতিকতা অধরে, অনৈতিক পরিহাস,
জীবনের রাজত্বে ধর্মের বিনাশ !
জনে জনে অধর্মের কুদৃষ্টি- সংঘর্ষ্ বিষম
ন্যায় -নীতির শশী আলো নেই ধরাধাম।
মানুষে -অশূরে চোরাবালির বন্ধন
তাই আজ নেই আর মুক্তির সন্ধান ।
মানুষ নিজেকে বুঝেনি, মানুষ যে শ্রেয়,
মনুষ্যত্বের অবক্ষয় নিজেকে করছে হেয় ।
------------------------------------------
মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৮-৮-২০২৩ ইং
*************************
১৮-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।