প্রেম-পনের
- ফয়েজ উল্লাহ রবি (দ্বিতীয়)

প্রেম-বিরহের কথাগুলো গুমরে মরে মনে
হয়না প্রকাশ গোপন ব্যথা; জানে সর্বজনে ।
দূর করে দেয় মনের দুঃখ সুখি জীবন গড়ে,
প্রেমের ছোঁয়ায় সাজে মানব শান্তিতে ঘর ভরে ।
প্রেম যেখানে মুখ্য সবই, বাকী সবাই তুচ্ছ
আর কিছু না দেখে প্রেমিক প্রিয়ার মাঝেই বিশ্ব ।



১৬ আগস্ট ২০২৩


১৮-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।